Alo - Tahsan Bangla lyrics
Alo - Tahsan Bangla lyrics
তুমি আর তো কারো নও শুধু
আমার
যত দূরে সরে যাও রবে
আমার
স্তব্ধ সময়টাকে ধরে
রেখে
স্মৃতির পাতায় শুধু
তুমি আমার
কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে
পাবো না
চাঁদের আলো তুমি কখনো
আমার হবে না
আলো আলো আমি কখনো খুঁজে
পাবো না
চাঁদের আলো তুমি কখনো
আমার হবে না
হবে না, হবে না, হবে না
রোমন্থন করি ফেলে আশা
দৃশ্যপট স্বপ্নে আঁকা
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়তো ভবিষ্যতের আড়ালে
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে
থাকা
তবে আজ এত একা কেন
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে
পাবো না
চাঁদের আলো তুমি কখনো
আমার হবে না
আলো আলো আমি কখনো খুঁজে
পাবো না
চাঁদের আলো তুমি কখনো
আমার হবে না
হবে না, হবে না, হবে না
কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে
পাবো না
চাঁদের আলো তুমি কখনো
আমার হবে না
আলো আলো আমি কখনো খুঁজে
পাবো না
চাঁদের আলো তুমি কখনো
আমার হবে না
হবে না, হবে না, হবে না
Comments
Post a Comment