Irsha - Tahsan Bangla lyrics

Irsha - Tahsan Bangla lyrics






♪ Irsha ♪ Offical Bangla Lyrics
দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারিনা
বলতে আজ পারিনা
তুমি আমার এখনো
সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারিনা
কাছে টানতে পারিনা
তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পাড়ে হাত ধরে
দেখছো
সূর্যডোবা আমি নেই
এখনো বৃষ্টি পড়ে তোমার
মাঝে
সে বৃষ্টির ফোঁটা আমি
নই
জানালার পাশে দাঁড়িয়ে
তাকিয়ে আকাশে
সেখানে চাঁদটা নেই
এখনো বৃষ্টি পড়ে
বৃষ্টিতে ভেজা
আমার পাশে তুমি নেই
সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে
দিতে
আমি আজ কাঁদবো না
হয়তো দু'এক ফোঁটা
তবু বলবোনা ভালোবাসি
কোন এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময়গুলো মোছেনি
তুমি রক্তাক্ত, আমি
অপরাধী
আমার চোখের দিকে তাকিয়ে
দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা
আমার কষ্টের গানে ডুবে
হায়
জানি ফিরিয়ে নেবার তো
কারণ নেই তোমার এই
জীবনে
তবুও এখনো তুমি সত্য
এখনো আমার জীবনে
আমার চোখের দিকে তাকিয়ে
দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা
আমার কষ্টের গানে ডুবে
হায়
জানি ফিরিয়ে নেবার তো
কারণ নেই তোমার এই
জীবনে
তবুও এখনো তুমি সত্য
এখনো আমার জীবনে

Comments

Popular Posts