Megher Pore - Tahsan Bangla lyrics
Megher Pore - Tahsan Bangla lyrics
♪ Megher Pore ♪ official Bangla lyrics
বুঝিনি এত টুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের
ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে
পাশে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়াতে
বুঝতে দাও নি কেন আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে
ছায়া হয়ে ছিলে পাশে
বলো কি করে যাব তোমায়
রেখে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়াতে
আবেগী এ মনে তোমাকে
আজ চেয়েছি দু'চোখ মেলে
এখানে যা ছিলো অজানা
বলো নি কেন প্রাণ খুলে
হো আবেগী এ মনে তোমাকে
আজ চেয়েছি দু'চোখ মেলে
এখানে যা ছিলো অজানা
বলো নি কেন প্রাণ খুলে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়াতে
বুঝিনি এত টুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের
ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে
পাশে
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়াতে
Comments
Post a Comment