Prem Tumi - Tahsan Bangla lyrics

Prem Tumi - Tahsan Bangla lyrics






♪ Prem Tumi ♪ official Bangla lyrics

আমার কল্পনা জুড়ে
যে গল্পেরা ছিলো
আড়ালে সব লুকোনো
সেই গল্পেরা সব

রঙিন হল পলকে
তোমাকে হঠাৎ পেয়ে যেন
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে
ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই
তুমি

বলো কোথায় আছো অভিমানী?

আমার কল্পনা জুড়ে
যে গল্পেরা ছিলো
আড়ালে সব লুকোনো
সেই গল্পেরা সব

রঙিন হল পলকে
তোমাকে হঠাৎ পেয়ে যেন
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে
ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই
তুমি
বলো কোথায় আছো অভিমানী?
অভিমানী...

সব থেকেও কি যেন নেই
তোমাকে তাই খুঁজে যাই
প্রতিক্ষণে
আমার ভাল লাগা গুলো সব
তোমায় ভেবে সাঁজে রোজ
রোজ এই মনে
প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে
ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই
তুমি
বলো কোথায় আছো অভিমানী?

চেয়ে থাকা দূর বহুদূর
যে পথে আজও রয়ে গেছো
স্মৃতির পাতায়
এসোনা আর একটি বার
স্বপ্ন যত সাজাতে আবার
শুনছ কি আমায়?

প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে
ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই
তুমি
বলো কোথায় আছো অভিমানী?
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে
ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই
তুমি
বলো কোথায় আছো অভিমানী?

More Tahsan Song Lyrics

1. Prematal
2. Alo
3. Tomay Ghire
4. Irsha
5. Megher pore

Comments

Popular Posts